Site icon Jamuna Television

ড্রোন হামলা থেকে বেঁচে সবাইকে শান্ত থাকার আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাগদাদের বাসভবনে রোববার (৭ নভেম্বর) ভোরে ড্রোন হামলা হয়েছে। হামলার পরে কাদিমি বলেছেন, তিনি অক্ষত রয়েছেন এবং সকলকে ‘শান্তি ও সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বাগদাদের গ্রীন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়, কাদিমি ২০২০ সালের মে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এবং পরবর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে।

কাদিমির অফিস এটি একটি ‘ব্যর্থ হত্যা প্রচেষ্টা’ বলে অভিহিত করার পরে কাদিমি টুইটারে লিখেছেন, আমি ভালো আছি, আমি অল্লাহর প্রশংসা করছি এবং ইরাকের ভালোর জন্য আমি সকলকে ‘শান্তি ও সংযম’ বজায় রাখার আহ্বান জানাই।

গ্রীন জোন ঘিরে বিপুল নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে, এই এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। গ্রীন জোন লক্ষ্য করে প্রায়ই রকেট হামলা চালানো হয়।

Exit mobile version