বাটলারকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে পাকিস্তান দল। সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। হারেনি গ্রুপপর্বের একটি ম্যাচেও। দলের এমন অবস্থানের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন দলটির অধিনায়ক বাবর আজম। আসরটির প্রথম ম্যাচ থেকেই ফর্মে আছেন তিনি।

চলতি আসরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। এই ম্যাচে ৫২ বলে ৬টি চার ও দুই ছক্কায় ৬৮ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন বাবর। আফগানিস্তানের বিপক্ষেও দলের সর্বোচ্চ ৫১ রান আসে বাবর আজমের ব্যাট থেকে।

নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেনিং জুটিতে ১১৩ রানের পার্টনারশিপ গড়েন বাবর আজম। ৪৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন বাবর আজম।
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও অনবদ্য ব্যাটিং করেন বাবর। এদিন ৪৭ বল খেলে ৫টি চার ও তিনটি ছক্কায় বাবর খেলেন ৬৬ রানের ঝকঝকে ইনিংস।

সবমিলিয়ে চলতি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ২৬৪ রান করেন বাবর আজম। যেখানে তার এভারেজ ৬৬। ৫ ম্যাচের চারটিতেই করেছেন হাফ সেঞ্চুরি। বাবরের সমান পাঁচ ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে ২৪০ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার।

আসরটিতে রান তোলায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন দুই শ্রীলঙ্কান টপঅর্ডার ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা ও পাথুম নিশাঙ্কা। তারা করেছেন যথাক্রমে ২৩১ ও ২২১ রান।

এ তালিকায় পঞ্চম অবস্থানে আছেন আরেক পাকিস্তানি ওপেনার ও দলটির উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। ৫ ম্যাচ খেলে দুই ফিফটিতে মোট ২১৪ রান তোলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply