নিয়মরক্ষার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সপ্তম আসরে গ্রুপ ‘২’ এ নিজেদের প্রথম চারটি ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিলো পাকিস্তান। আর আগের চার ম্যাচ হেরে সেমিতে ওঠার আশাও হারিয়েছিলো স্কটল্যান্ড। তাই গ্রুপপর্বে দলদুটির শেষ ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার।

এমন ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপপর্বে অজেয় রইলো পাকিস্তান। আর পাঁচ ম্যাচের সবকটিতে হেরে বিদায় নিলো স্কটিশরা।

শুরুতে ব্যাট করে পাকিস্তানের দেয়া ১৯০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সমর্থ হয় স্কটিশরা। পাকিস্তানের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্কটিশরা। তবে একপাশ আগলে রাখেন রিচি বেরিংটন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ বলে ৫৪ রান করেন তিনি।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করেন লেগ স্পিনার শাদাব খান। ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে দুইটি উইকেট নেন তিনি। এছাড়া হাসান আলি, হারিস রউফ ও শাহিন আফ্রিদি নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানের মাথায় রিজওয়ান এবং ৫৯ রানে ফিরে যান ফখর জামান। তবে একপাশ আগলে রাখেন বাবর আজম। মোহাম্মদ হাফিজের সাথে ৫৩ রানের জুটি গড়ে দলের রান পৌঁছে নেন ১১২ রানে। এরপর হাফিজের বিদায়ে ক্রিজে আসেন শোয়েব মালিক। দলীয় ১৪২ রানে ৪৭ বলে ৬৬ রান করে ক্রিস গ্রিভসের বলে সাজঘরে ফেরেন বাবর। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়ের মার। এরপর বাকিটা পথটা ঝড়ো গতিতেই পার করে দেন শোয়েব মালিক। ১৮ বলে ৬টি বিশাল ছয়ের সাহায্যে ৫৪ রানের টর্নেডো ইনিংস খেলার পথে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন শোয়েব মালিক। শেষ পর্যন্ত ১৮৯ রান তোলে পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply