Site icon Jamuna Television

মাদারীপুরে বোমা রেখে চাঁদা দাবি, রহস্য উদ্ধার র‍্যাবের

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুর শহরের পৌরসভা সংলগ্ন বটতলা এলাকায় নির্মাণাধীণ চারতলা ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা রেখে বাড়ির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তবে সেটি বোমা নয়, বোমা সদৃশ একটি বস্তু ছিল।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে র‍্যাব ও পুলিশের দুটি বোমা বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে এ তথ্য জানায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পৌরসভার সামনে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মস্তফা কামাল চারতলা একটি বাড়ি নির্মাণ করছেন। ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা রেখে তার মোবাইল ফোনে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাড়ির মালিক পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদারীপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ সাদেকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরই বোমা বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির বলেন, পুলিশের এবং র‍্যাবের দুটি বোমা বিশেষজ্ঞ টিম বিকেলে ঘটনাস্থলে আসে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে বস্তুটিতে বোমা তৈরীর ব্যাটারী ও সার্কিট ছিল। তবে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা দাবি করে। বিষয়টি বাড়ির মালিক আমাদের জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। আপাতত সবাই নিরাপদে আছে। আর বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে।

Exit mobile version