Site icon Jamuna Television

অনলাইনে শপিং বন্ধ করেই ১১ মাসে মেটালেন ১৯ লাখ টাকার ঋণ!

ছবি: সংগৃহীত।

শুধু অনলাইনে শপিং বন্ধ করেই যুক্তরাষ্ট্রের চল্লিশ বছর বয়সী এক নারী মেটালেন ১৯ লাখ টাকার ঋণ।

রিপাবলিক নিউজের প্রতিবেদনে জানা যায়, অনলাইনে কেনাকাটার বাতিক ছিল যুক্তরাজ্যের বাসিন্দা জেমা জর্ডনের। আর এই শপিংয়ের বাতিকের কারণেই দেনায় ডুবে গিয়েছিলেন তিনি। ঋণ করে ফেলেছিলেন ১৭ হাজার পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখের বেশি টাকা। এক সময় জেমা ভাবলেন এই কেনাকাটার বাতিক তার শুধু ক্ষতিই করছে। তাই এই বদ অভ্যাসের রাশ টেনে ধরতে চাইলেন তিনি।

জেমা নিজের খরচ কম করার জন্য একটি মানি ম্যানেজমেন্ট অ্যাপ ডাউনলোড করেন। আর সেই অ্যাপ ব্যবহার করে তিনি বুঝতে পারেন যে প্রতি মাসে কী পরিমাণ অপ্রয়োজনীয় খরচ করতেন। তিনি এই অপ্রয়োজনীয় খরচ অনলাইন শপিংয়ে করতেন। তিনি এক বছর অ্যামাজনে কেনাকাটা বন্ধ করে এক বছরের মধ্যে ১৭,০০০ হাজার পাউন্ডের ঋণ মিটিয়ে ফেলেন৷

প্রতিবেদনে আরও জানা যায়, নিজের এই নেশার কথা জানার পর তিনি অ্যামাজনে কেনাকাটা বন্ধ করে দেন। প্রায় ৬ মাস পর্যন্ত অনলাইনে কিছুই অর্ডার করেননি জেমা। এরপর তিনি ফুড শপে কেনাকাটাও বন্ধ করে দেন৷ এভাবেই ১১ মাসে ১৭,০০০ হাজার পাউন্ডের ঋণ মিটিয়ে ফেলেন তিনি।

Exit mobile version