Site icon Jamuna Television

সৌদি আরবে ১৫ হাজারের বেশি অভিবাসী আটক

ছবি: সংগৃহীত।

অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সৌদি আরব সরকার। দেশটিতে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির সরকার।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, রোববার (৭ নভেম্বর) সৌদি গেজেট জানায়, অভিযান চালানো হয়েছে ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর। এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা তা এখনও জানা যায়নি। নীতিমালা লঙ্ঘনকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে আটক করা হয়েছে দেশটির ১৭ জন নাগরিককে।

এই মুহূর্তে সৌদি আরবে আবাসন নীতিমালা ভঙ্গের জন্য নজরদারিতে আছে মোট ৮৮ হাজার ২৯ জন। যাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৬৭৮ ও নারী ৯ হাজার ৩৪২ জন। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে যার যার কূটনৈতিক মিশনে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র যোগাড় করতে বলা হয়েছে। ১০ হাজার ১৭ জনকে পাঠিয়ে দেয়া হয়েছে যার যার দেশে।

অবৈধ প্রবেশ বা আবাসন নীতিমালা লঙ্ঘনকারীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে তাদের ব্যাপারেও কঠোর হয়েছে সৌদি সরকার। নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও একইসাথে ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

Exit mobile version