Site icon Jamuna Television

পোস্টার ছাপাতে বিধি মানছেন না কুড়িগ্রামের প্রার্থীরা

নির্বাচন মৌসুম চলছে, তাই কুড়িগ্রামের হাটবাজার, রাস্তাঘাট সবখানেই নির্বাচনী ব্যানার আর পোস্টার। চলছে প্রার্থীদের লিফলেট বিলিও। ভোট ঘিরে জমে উঠেছে ছাপাখানার ব্যবসা। দিন-রাত সমানতালে চলছে লিফলেট আর পোস্টারের কাজ। তবে এই সুযোগে সক্রিয় কিছু অসাধু ব্যবসায়ী। অভিযোগ আছে, অনুমোদনহীন প্রেসেও ছাপানো হচ্ছে নির্বাচনী প্রচারপত্র। পোস্টার ছাপাতে বিধি মানছেন না প্রার্থীরাও।

এরফলে রাজস্ব হারাচ্ছে সরকার। লাভবান হচ্ছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। কুড়িগ্রাম প্রেস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জানালেন, এ নিয়ে চিন্তিত প্রেস মালিক সমিতিও।

তবে বৈধ ছাপাখানা থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারপত্র ছাপানোর আহ্বান জানিয়েছেন ভূরুঙ্গামারীর রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা। হুঁশিয়ারি দিয়ে এই কর্মকর্তা জানালেন, বিধি না মানলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ৭ ইউনিয়ন পরিষদে হবে ভোট।

Exit mobile version