Site icon Jamuna Television

করোনায় ১৯ মাস পর সর্বনিম্ন মৃত্যু

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ মাস পর, করোনাভাইরাসে দিনে সাড়ে ৪ হাজার মৃত্যু দেখলো বিশ্ব। সবশেষ ২০২০ সালের এপ্রিলের শুরুতে এতোটা কম ছিল দৈনিক প্রাণহানি।

করোনায় মোট প্রাণহানি অবশ্য ৫০ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের প্রকোপে সর্বোচ্চ ১২শ’র কাছাকাছি মানুষ মারা গেছেন রাশিয়ায়। দেশটিতে শনাক্ত হয়েছে ৩৯ হাজারের ওপর সংক্রমণ। গেলো কয়েক মাসের মধ্যে, দিনে সর্বনিম্ন ১২৩ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। ২৩ হাজারের বেশি মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। এদিন- ইউক্রেনে ৪৪৯, মেক্সিকোয় ২৬১, ভারতে ২৫৬ ও তুরস্কে ২শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট শনাক্ত ২৫ কোটির ওপর সংক্রমণ।

Exit mobile version