Site icon Jamuna Television

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরির উদ্ধার কাজ শুরু

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ টেনে তোলার কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ।

সোমবার (৮ নভেম্বর) সকালে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি বিশেষ উদ্ধারকারী জাহাজ (উইন্স বার্জ) ফেরিটি উদ্ধারে কাজ করছে।

এর আগে গত (২৭ অক্টোবর) পাটুরিয়া ঘাটের কাছেই পণ্যবাহী যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। পরবর্তীতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে অভিযানে নামে। এরপর জাহাজ রুস্তমও এ অভিযানে যুক্ত হয়। তবে ডুবে যাওয়া সকল যানবাহন উদ্ধারে সক্ষম হলেও ফেরি উদ্ধারের সক্ষমতা ছিল না জাহাজ হামজা-রুস্তমের। এ কারণে ফেরি উদ্ধারের জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

Exit mobile version