মেহেরপুরের গাংনীতে দুই ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
সোমবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা জায়, ইউনিয়ন পরিষদ সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক দুই ভাই জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম নিহত হন। এছাড়া আহত ১৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

