Site icon Jamuna Television

দেশজুড়ে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ভাড়া নেয়ার হিড়িক

গণপরিবহনে বাড়তি ভাড়া কার্যকরে প্রথম দিনে বন্দর নগরী চট্টগ্রামে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। যে যার মত আদায় করছে বাড়তি ভাড়া। এ নিয়ে চরম ক্ষুব্ধ যাত্রীরা। তাদের অভিযোগ, সাধারণ মানুষকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা।

সরকার নির্ধারিত বাড়তি ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া আদায়, শেষ গন্তব্যে না গিয়ে অর্ধেক পথ যাওয়া, সিএনজিচালিত যানবাহনেও ভাড়া বৃদ্ধিসহ নানা অভিযোগ করেন যাত্রীরা। সকাল থেকেই নগরীর প্রতিটি মোড়ে যানবাহনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে।

বাড়তি ভাড়া কার্যকরের প্রথম দিনে সড়কে প্রশাসনের তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। মানুষের অভিযোগ, আয় না বাড়লেও নিত্যপণ্যের বাজারে আগুন লেগেই আছে। এখন এই বাড়তি ভাড়ার প্রভাব পড়বে সব ক্ষেত্রে। এতে অল্প আয়ের মানুষের সংসার চালানোই দায় হয়ে পড়বে বলে বলছেন অনেকে।

রাজধানীতেও দেখা গেছে সকাল থেকে নতুন নির্ধারিত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। কোনো কোনো গাড়ি নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বাড়তি ভাড়া আদায় করছে ঢাকাতেও।

সারাদেশের মতো রাজশাহীতেও পরিবহন ক্ষেত্রে গত তিনদিনের ভোগান্তি শেষে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মনে। তবে কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। একই সাথে আগের ভাড়ার তুলনায় ২৫ শতাংশ বেশি ভাড়া দিতে হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।

সোমবার রাজশাহীর নওদাপাড়া, ভদ্রা ও শিরোইল এলাকায় বাসে যাত্রীদের থেকে সদ্যবর্ধিত ভাড়া নিতে দেখা গেছে। যাত্রীরা দাবি করেছেন, রাজশাহী, রংপুর, পাবনা, ময়মংসিহ এসব গন্তব্যে বেশি ভাড়া নিচ্ছেন বাস কর্তৃপক্ষ। একই দৃশ্য দেখা যাচ্ছে খুলনাসহ দেশের অন্যান্য বড় শহরগুলোতে।

Exit mobile version