ভারতের এক জেলেকে গুলি করে হত্যা এবং অপর ৬ জনকে ধরে নিয়ে গেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
শনিবার (৬ নভেম্বর) এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এতে বলা হয়, গুজরাট উপকূলে ওখা শহরের কাছাকাছি আরব সাগরে মাছ ধরছিলেন বেশ কয়েকজন ভারতীয় মৎস্যজীবী। সেই সময় তাদের বোট থেকে গুলি চালায় পাকিস্তানি মেরিন সেনাদের কয়েকজন সদস্য। ওই গুলিতে নিহত হন এক মৎস্যজীবী।
পাশাপাশি জলপরী নামে ওই মাছধরার বোট থেকে আরও ছয় মৎস্যজীবীকে ধরে নিয়ে যায় পাকিস্তান বাহিনী। নিহত ওই মৎস্যজীবীর নাম শ্রীধর রমেশ তাম্বে। তার বাড়ি মহারাষ্ট্রে।

