Site icon Jamuna Television

অনুমতি না নিয়ে কল থেকে পানি খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

মাঠে ঘাস কাটতে গিয়ে তৃষ্ণা পেয়েছিল বলে কাছেই একটি বাড়ির কল থেকে পানি খেয়েছিলেন বৃদ্ধ মানুষটি। সেই ‘অপরাধে’ ওই বাড়ির মালিক ও তার ছেলে তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ উঠেছে। সেই মার খাওয়ার পরেই অসুস্থ হয়ে প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের বৈশালী জেলার সালেমপুর গ্রামে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, নিহতের ছেলে রমেশ সাইনি জানিয়েছেন, তার বাবা বিনা অনুমতিতে ওই বাড়ির কলে হাত দেয়ার জন্যই তাকে মারধর করা হয়েছে। মাঠে ঘাস কাটতে গিয়েছিল বাবা। সেখানেই তৃষ্ণা পাওয়ায় বাড়ির হ্যান্ডপাম্প থেকে পানি খান তিনি। তারপরেই বাড়ির মালিক ও তার ছেলে মিলে বাবাকে মারধর করে। কেনো পানি খাওয়ার আগে তাদের অনুমতি নেয়া হয়নি, সেই প্রশ্ন তুলেই বাবাকে মারধর করা হয়। পরে বাবা মারা যান। ওই পরিবারটির সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।

সালেমপুরের এসডিপিও রাঘব দয়াল জানান, শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে। নিহত এবং আক্রমণকারী একই জাতের। ফলে এর মধ্যে জাতপাতের কোনো ব্যাপার নেই।

শুধুমাত্র অনুমতি ছাড়া পানি খাওয়ায় বৃদ্ধকে এভাবে মারধর এবং তার মৃত্যুতে অবাক গ্রামবাসীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version