
যাত্রী স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিক-শ্রমিক আর সরকার মিলে একচেটিয়া ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ তুলেছে যাত্রী কল্যাণ সমিতি।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে। বাস্তবায়ন হয়নি সরকারের আশ্বাস।
এছাড়া লঞ্চের অতিরিক্ত ভাড়া সড়ক পথের চেয়ে দ্বিগুণ হওয়াকেও অযৌক্তিক বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি।
প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই নতুন নির্ধারিত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। কোনো কোনো পরিবহন নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বাড়তি ভাড়া আদায় করছে। যাত্রীরা বলছেন, সাধারণ মানুষের ওপর ভয়াবহ চাপ তৈরি হয়েছে।
এদিকে, লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের পর রাত থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচলও। রাজধানী সদরঘাটসহ বিভিন্ন ঘাট থেকে রাতেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চগুলো। সকালে এসব লঞ্চ নির্দিষ্ট গন্তর্ব্যে পৌঁছায়। লঞ্চের নতুন ভাড়াকেও অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন যাত্রী ও যাত্রী কল্যাণ সমিতি।



Leave a reply