ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ব্র্যান্টন ট্যারান্টের শাস্তির বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। ২০১৯ সালে নিউজিল্যান্ডের ওই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করে ট্যারান্ট। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে।
তবে এক বিবৃতিতে ট্যারান্টের আইনজীবী বলেছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অত্যাধিক চাপ প্রয়োগ করা হয় ব্র্যান্টন ট্যারান্টের ওপর। ফলে ওই সময় তার বিরুদ্ধে আনা অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে বাধ্য হন ট্যারান্ট।
রায় ঘোষণায় তাকে দোষী সাব্যস্ত করা হলেও সে সময় এর বিরুদ্ধে কোনো আপিল করেননি তার আইনজীবী। তবে এখন সেই স্বীকারোক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথমবার ট্যারান্টকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

