কমলাপুর স্টেশন ২০২৪ সাল থেকে মাল্টিমডেল হাবে পরিণত হবে । ২০৪১ সালের মধ্যে অত্যাধুনিক রেলব্যবস্থার অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রথম স্থাপিত অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
মন্ত্রী জানান, পূর্বে যেখানে ২০ জন লোকের ১ ঘণ্টা সময় লাগতো, সেখানে একজন লোক ১০ মিনিটে পরিষ্কারের কাজ সম্পন্ন করবে। এই প্ল্যান্টটি পরিবেশবান্ধব ও পানির অপচয় রোধেও কাজ করবে। ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী।
এছাড়াও ব্রডগেজ ও মিটারগেজ, এই দ্বিমুখী রেলব্যবস্থাকে একমুখী করার কাজ করছে সরকার। তিনি জানান, সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে, চট্টগ্রামের দোহাজারী থেকে ঘুমধুম পর্যন্ত রেল চালু এবং পদ্মা রেলসেতু প্রকল্প এই দু’টি রেলপথ মন্ত্রণালয়ের অধীনে আছে।

