১২ সেন্টিমিটার লেজসহ ভূমিষ্ঠ মানবশিশু!

|

ছবি: সংগৃহীত

মানবদেহে লেজের অস্তিত্ব! প্রাচীনকালের ইতিহাসের পাতায় এই ধরনের গল্প শোনা গেলেও বাস্তবে এমন ঘটনায় ঘটেছে ব্রাজিলের একটি হাসপাতালে। যেখানে প্রায় ১২ সেন্টিমিটার লেজসহ জন্মেছে এক মানবশিশু। খবর টাইমস নাউ নিউজের।

খবরে বলা হয়, মেরুদণ্ডের শেষাংশে নরম-সরম ১২ সেন্টিমিটার লম্বা একটা লেজ, আর তার ডগায় মাংসের একটি পিণ্ড যেন বলের মতো দুলছে। দেখে মনে হবে, ঠিক যেনো মানবশিশুর লেজ! এমন বিরল ঘটনাই ঘটেছে ব্রাজিলে। সেখানে এক সদ্যোজাতের শরীরের এমন গঠন অবাক করেছে চিকিৎসকদের। তারা অবশ্য সফল অস্ত্রোপচারে সেই লেজ বাদ দিয়েছেন। পুরো ঘটনাটিই প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ পেডিয়াট্রিক সার্জারি কেস রিপোর্ট’-এ। তবে গোপন রাখা হয়েছে শিশুর পরিচয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ৪-৮ সপ্তাহের গর্ভাবস্থায় ভ্রূণের এমন লেজ গঠন হয়। কিন্তু আট সপ্তাহ পর থেকেই সেই লেজের বৃদ্ধি বন্ধ হয়ে তা সংকুচিত হতে থাকে, সেটাই কালক্রমে টেইল বোনের রূপ নেয়। কিন্তু ব্রাজিলের এই শিশুর ক্ষেত্রে ভ্রূণ অবস্থার লেজের বৃদ্ধি আর বন্ধ হয়নি। এমনকি শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগে আলট্রাসাউন্ডেও শিশুর লেজের অস্তিত্ব ধরা পড়েনি।

অস্ত্রোপচার করে অংশটি বাদ দেয়ার আগে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন তাতে হাড় বা অস্থিমজ্জার কোনো অস্তিত্ব নেই। লম্বায় সেটি ১২ সেন্টিমিটার আর পরিধি ৪ সেন্টিমিটারের মতো। এটি আক্ষরিক অর্থেই মানবদেহে বিরল লেজের উপস্থিতি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply