Site icon Jamuna Television

প্রবল বন্যায় বিপর্যস্ত তামিলনাড়ু, সহায়তার আশ্বাস মোদির

ছবি: সংগৃহীত।

প্রবল বন্যায় বিপর্যস্ত ভারতের দক্ষিণের রাজ্য তামিল নাড়ু। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় প্রাদেশিক রাজধানী চেন্নাইসহ ৪ জেলায় আগামী দু’দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) বন্ধ রয়েছে বেশিরভাগ সরকারি দফতর। মুখ্যমন্ত্রী এম.কে.স্টালিন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও একদিনের ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছেন। এ পরিস্থিতিতে বাড়ি থেকে দাফতরিক কাজকর্ম সারার পরামর্শ তার।

এর আগে শনিবার (৬ নভেম্বর) রাত থেকে, চেন্নাইয়ে ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার ফলে, রাজধানীর নিম্নাঞ্চলগুলো হয়ে পড়েছে জলাবদ্ধ। জাতীয় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনের প্রভাবে বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।

এরই মধ্যে, টেলিফোনে রাজ্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরিস্থিতির খোঁজ-খবর নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সরবরাহে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মোদি।

Exit mobile version