Site icon Jamuna Television

দুবাইফেরত যাত্রীর লাগেজের ভেতর পাওয়া গেলো ৬ কেজি স্বর্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৬ কেজি ১৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আটক করা হয়েছে পরেন্দ্র দাস নামে সেই যাত্রীকেও।

সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার আল আমিন জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে সকাল ৮ টায় সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন পরেন্দ্র। লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে তার লাগেজ খুলে পরীক্ষা করা হয়। এসময় তার লাগেজের ভেতরে একটি জুসার পাওয়া যায়। জুসারের ওজন বেশি মনে হওয়ায় তা ভাঙলে বেরিয়ে আসে ৩৮টি স্বর্ণের বার ও ১৫ টি বারের সমপরিমাণ একটি চাকতি।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ১৪৮ গ্রাম, যার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

Exit mobile version