Site icon Jamuna Television

চলতি মাসেই দেখা যাবে শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ!

ছবি: সংগৃহীত

আগামী ১৯ নভেম্বর দেখা যাবে শতাব্দীর দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ। ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে এই গ্রহণ। ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা বলছে, এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে উত্তর আমেরিকাতে। তবে দক্ষিণ আমেরিকা, প্রশান্তিয় অঞ্চল, এশিয়ার পূর্বাঞ্চল ও অস্ট্রেলিয়া থেকেও চন্দ্রগ্রহণটি দেখা যাবে।

এদিকে টাইম অ্যান্ড ডেট ডটকমের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। যদিও মূল গ্রহণের মতো চমকপ্রদভাবে দেখা যাবে না। তবু ১৯ নভেম্বর বিকেল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত সারা দেশ থেকে দেখা যাওয়ার কথা।

নাসা জানায়, ১৯ নভেম্বর ভোরে চাঁদ, সূর্য আর পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় এসে পড়বে। এতে নিজস্ব আলো না থাকা চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চন্দ্রগ্রহণটি ওই দিন ভোর ৪টায় (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) সর্বোচ্চ পরিণতি পাবে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার বাসিন্দারা রাত ২টা থেকে ভোর ৪টা মধ্যে সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন।

Exit mobile version