তেলের দাম বাড়িয়ে সরকার নিজেদের পকেট ভারি করছে: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার নিজেদের পকেট ভারি করছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের পকেট মারছে। তিনি আরও বলেন, কোথাও কোনো জবাবদিহিতা নেই; তাই সবজায়গায় নৈরাজ্য চলছে।

আগামী ১০ নভেম্বর জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবং ১২ নভেম্বর জেলা উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply