বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দীপাবলির রাতে বাগদান অনুষ্ঠান সেরেছেন বলে শোনা যাচ্ছে। যদিও এই দুই তারকা এখন পর্যন্ত কিছুই স্বীকার করেননি। খবর হিন্দুস্থান টাইমসের।
খবরে বলা হয়েছে, সাংবাদিকদের এড়িয়ে দুটি আলাদা গাড়িতে করে পরিচালক কবীর খানের বাড়িতে পৌঁছন তারা। মূলত বিয়ের আগে রোকা উৎসব একটি মঙ্গলসূচক অনুষ্ঠান হিসাবে উত্তর ভারতে প্রচলিত। কবীর খান আর ক্যাটরিনার মধ্যে ভাই-বোনের সম্পর্ক। ‘এক থা টাইগার’ পরিচালককে নিজের রাখি ব্রাদার হিসেবেই পরিচিতি দেন ক্যাটরিনা। তাই তিনি ও তার স্ত্রী মিনি মাথুর রোকার সব আয়োজন করেছিলেন। ক্যাটরিনার পক্ষ থেকে তার মা সুজান টারকোটে, বোন ইসাবেলা কাইফ সেখানে ছিলেন। ভিকির বাবা-মা শ্যাম ও বীণা কৌশলও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
একেবারেই ঘরোয়া আয়োজনে করা হয়েছে অনুষ্ঠানটি। তাই তেমন সাজসজ্জা করা হয়নি। কেবল কিছু লাইট ও ফুল দিয়ে সাজানো হয়েছিল বাড়িটি। মজার বিষয় হলো, ভিকি ও ক্যাট দুজনই ইনস্টাগ্রামে দিওয়ালির ছবি দিয়েছেন, তবে আলাদাভাবে। ক্যাটরিনার ছবি দেখে ভক্তরা দারুণ খুশি। কারণ, তার আঙুলে দেখা যাচ্ছে আংটি। ওটি কিসের চিহ্ন! কিছু একটা ঘটেছে নিশ্চয়ই।
ডিসেম্বরের মাঝামাঝি রাজস্থানের সওয়াই মাধোপুরের এক হেরিটেজ রিসোর্টে ক্যাটরিনা-ভিকির বিবাহের আসর বসবে বলে জানা গেছে। কিছু দিন আগে জানা গিয়েছিল, ওরলিতে বিরাট কোহলি-আনুস্কা শর্মা যে আবাসনে থাকেন, সেখানেই বিলাসবহুল ফ্ল্যাট নিচ্ছেন ক্যাট-ভিকি। রোববার সেই ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন ভিকি।
ইউএইচ/

