Site icon Jamuna Television

পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ: আওয়ামী লীগ নেতাসহ আটক ৯

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বর।

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককালে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

গতকাল রোববার (৭ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার সময় হামলার শিকার হয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে বিকেলে রাত সাড়ে সাতটার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন শুভ। তখন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা শুভ ও তার সমর্থকদের ওপর হামলা করে বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শুভ’র বাম কাঁধে গুলি লাগে।

পরবর্তীতে শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেয়া হয়েছে। হামলার সময় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহত শুভ ছাড়াও আরও কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গতকালের ঘটনায় নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে আটক করা হয়েছে। তাদের সাথে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি ঘটনায় ব্যবহার হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে।

Exit mobile version