Site icon Jamuna Television

বাবাকে হত্যার দায়ে জামালপুরে ছেলের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে আরজ উদ্দিন হত্যা মামলায় পুত্র রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৮ নভেম্বর) দুপুরে জামালপুর সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালের ২২ আগস্ট আরজ উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তার ছেলে মো. রুকনুজ্জামান খোকন। এ ঘটনায় আরজ উদ্দিনের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ইসলাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্যক্রমে ও আদালতে ১২ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হয়। এরপরই জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন মামলার একমাত্র আসামি রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

Exit mobile version