Site icon Jamuna Television

কোহলিদের ওপর ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

রোববার নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে ভারতের। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হারার ফলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে বিরাট কোহলিদের। ভারতীয় দলের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, টুইটারে রসিক পোস্ট করার জন্য বিখ্যাত বীরেন্দ্র সেবাগ এবং ওয়াসিম জাফর দু’জনেই দু’টি ছবি পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেবাগ রাহুল গান্ধির একটি ছবি পোস্ট করেছেন যাতে লেখা, ‘খতম বাই বাই টাটা গুডবাই’। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়কেই এই চারটি শব্দে বুঝিয়েছেন তিনি। জাফর একটি সিনেমার দৃশ্য পোস্ট করেছেন, যেখানে সবার পিছনে থাকা নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছে।

ইরফান পাঠানের সংক্ষিপ্ত টুইট করেছেন, পরের বার আরও ভালো পরিকল্পনা করে এসো।

হরভজন সিং লিখেছেন, দারুণ খেলেছ নিউজিল্যান্ড। তোমরাই সেমিফাইনালে যাওয়ার যোগ্য। কী সুন্দর খেললো কেন উইলিয়ামসন। ওকে এবং গোটা নিউজিল্যান্ড দলকে দেখে দারুণ লাগছে। জানতাম যে ভারত সেমিফাইনালে যাবে না।

ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, অসাধারণ ফিল্ডিং এবং বুদ্ধি দিয়ে রান তাড়া করে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড। মরণবাঁচন ম্যাচে লড়েও পারলো না আফগানিস্তান।

ইউএইচ/

Exit mobile version