এবার পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে সেমিফাইনালে কোন চার দল খেলছে তা এরইমধ্যে ঠিক হয়ে গেছে। যেখানে প্রথম সেমিফাইনালে ১০ নভেম্বর দুবাইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর এর পরের দিন ১১ নভেম্বর আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

এর মধ্যেই পাকিস্তান পেলো আরেকটি সুখবর। তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। ২০২২ সালের ৩মার্চ থেকে সফর শুরু হয়ে ৫এপ্রিল পর্যন্ত পাকিস্তানে থাকবে অজিরা। ম্যাচগুলো করাচি, রাওয়ালপিণ্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ১৯৯৮-৯৯ সালে পাকিস্তান সফর করে অস্ট্রলিয়া দল। সেবার ৩ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে সিরিজ জেতে অজিরা। ওয়ানডে সিরিজও ৩-০ ব্যবধানে জিতে নেয়া ক্যাঙ্গারুরা।

অস্ট্রেলিয়া ও পাকিস্তান টেস্টে মোট মুখোমুখি হয়েছে ৬৬ বার। টেস্টে জয়ের পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই ভারী। মোট দেখার ৩৩ বারই জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। আর মোট ১৫ বার জিততে পেরেছে পাকিস্তান। ড্র হয়েছে ১৮টি ম্যাচ।

ওয়ানডেতেও জয়ের পাল্লা ভারী অজিদের দিকেই। মোট ১০৪ বারের দেখায় ৬৮ বারই জয় পেয়েছে ক্যাঙ্গারুরা। আর পাকিস্তানের জয় ৩২ ম্যাচে। এক ম্যাচ টাই হলেও বাকি তিন ম্যাচেই কোনো ফলাফল আসেনি।

ক্রিকেটের নবীনতম ফরম্যাট টি-টোয়েন্টিতে অবশ্য এগিয়ে পাকিস্তান। মোট ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে পাকিস্তানের জয় ১২ ম্যাচে। আর অজিরা জিতেছে ৯ ম্যাচ। বাকি দুই ম্যাচের এক ম্যাচ টাই ও বাকি ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply