Site icon Jamuna Television

প্রথমবারের মতো মহাকাশে হাটলেন চীনা নারী

ছবি: সংগৃহীত

মহাকাশ জয়ে আরও একধাপ এগিয়ে গেলো চীন। একের পর এক শুধু মহাকাশযান উৎক্ষেপনই নয়, এবার অরবিটাল স্টেশনের বাইরে শূন্যে হাটার অভিজ্ঞতা অর্জন করলেন দেশটির এক নারী নভোচারী।

রোববার (৭ নভেম্বর) বিশেষ এক পোষাক পরে মহাকাশযান থেকে বাইরে বের হয়ে আসেন দুই নভোচারী। এর মধ্যে প্রথমবারের মতো অভিজ্ঞতা নিয়েছেন ওয়াং ওয়াপিং নামের এক নারী নভোচারী। এসময় তার সফরসঙ্গী ছিলেন ৫৫ বছর বয়সী ঝাই নামের আরেক অভিজ্ঞ নভোচারী।

নিয়ন্ত্রণ কক্ষের সাথে শূন্যে হাটার এই অভিজ্ঞতা শেয়ার করতে ভুল করেননি তারা। ভিডিও কনফারেন্সে এই অর্জন উদযাপন করেন চীনের মহাকাশ গবেষকরা। তুলে ধরেন নিজেদের অবদানের কথাও।

প্রতিকূল আবহাওয়ায় যেন মানিয়ে চলতে সমস্যা না হয় সে জন্য তাদের পোষাকে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ এই পোষাক অতিরিক্ত চাপ, গরম থেকে প্রতিরোধ করবে। এমনকি অক্সিজেনের সংকট থাকলে তাও সরবরাহ করবে।

চীনের স্পেসস্যুটের ডিজাইনার ও গবেষক ডিং লিং ইয়ান বলেন, নভোচারীদের জন্য তিন ধরণের স্যুট তৈরি করেছি। প্রথম ইভা স্পেসস্যুটটি জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে। পোষাক পরে যেন অস্বস্তি বোধ না হয়, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। সেখানে তারা বেশ ভালোভাবেই রয়েছেন এখন পর্যন্ত।

মূলত এই নভোচারীরা মহাকাশযানের সাথে পাঠানো রোবটের হাত ও পায়ের কার্যকারিতা পরীক্ষা এবং সেটির মধ্যে সংযোগ স্থাপন করবেন। ৬ মাসের মিশন শেষে আগামী এপ্রিলে পৃথিবীতে ফেরার কথা তাদের।

Exit mobile version