কুমিল্লায় মস্তকবিহীন যুবকের লাশ উদ্ধার

|

ছবি: প্রতীকী

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার মনশাসন এলাকার ফসলি জমির পাশে একটা ডোবা থেকে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) সকালে স্থানীয় জনতা বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খণ্ড-বিখণ্ড লাশটি উদ্ধার করে। তবে তার মস্তক ও হাতের বিচ্ছিন্ন কব্জি পাওয়া যায়নি।

নিহত যুবক পার্শ্ববর্তী কাবিলা গ্রামের নুরুল ইসলামের ছেলে পিকআপ চালক সায়মন (২১), এমনটাই দাবি স্বজনদের। তার পরিবার জানায়, প্রায় এক সপ্তাহ ধরে সায়মন নিখোঁজ ছিল এবং তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশের দুটো টুকরো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত পরে জানা যাবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply