
ছবি: সংগৃহীত।
গত আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সরকার গঠন করে তালেবান। এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এই সরকার। সম্প্রতি বিভিন্ন প্রদেশে ৪৩ জন নতুন গভর্নর, ডেপুটি গভর্নর এবং পুলিশ প্রধান নিয়োগ দিয়েছে তালেবান। এর মধ্যে নতুন গভর্নর আছেন ১৭ জন।
সোমবার (৮ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আফগানিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম টোলো নিউজ বলছে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ডেপুটি গভর্নর আছেন ১৫ জন এবং বিভিন্ন প্রদেশের পুলিশ প্রধান আছেন ১০ জন। এছাড়া আরও একজনকে নিয়োগ দেয়া হয়েছে হেরাতের শিন্দন্দ অঞ্চলের পাঁচটি জেলার নিরাপত্তা প্রধান হিসেবে।
যে প্রদেশগুলোতে নতুন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে, সেগুলো হলো- বাদাখশান, পাকতিয়া, কাবুল, বাঘলান, কুন্দুজ, লোঘার, পাকতিকা, বামইয়ান, উরুজগান, ফারাহ, সারইপুল, জাওজান, ফারইয়াব, ময়দান ওয়ারদাক, জাবুল, নিমরোজ ও গজনি।
এছাড়া ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন, কাবুল, বাঘলান, কুন্দুজ, লোঘার, লাঘমান, বালখ, ফারাহ, সারইপুল, জাওজান, ময়দান ওয়ারদাক, জাবুল, সামানগান, গজনি, কুনার ও দায়কুন্দিত রাজ্যে। পুলিশ প্রধান নিয়োগ দেয়া হয়েছে কাবুল, কুন্দুজ, বাঘলান, লোঘার, বালখ, তাখার, ফারাহ, ফারইয়াব, ঘোর ও কুনার প্রদেশে।



Leave a reply