Site icon Jamuna Television

তোমাকে সরল মনে ভালোবেসে কি অপরাধ করেছিলাম? চিঠি লিখে প্রেমিকার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাদিসা আক্তার পপি (১৭) নামে এক কলেজছাত্রী চিঠি লিখে আত্মহত্যা করেছেন। চিঠিতে উঠে এসেছে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় ওই তরুণী।

তরুণীর সম্পর্কের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসে টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করা হয়। এতে ক্ষোভে রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়ির টয়লেটে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী।

আত্মহত্যার আগে ওই তরুণী চিঠিতে লিখেছেন, ‘মোনায়েম তুমিই ভালো থেকো। সরল মনে তোমাকে ভালোবাসছিলাম। কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলে না। আমি আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আর বেঁচে থাকতে চাই না। তোমাকে সরল মনে ভালোবেসে কি অপরাধ করছিলাম আমি জানি না। তুমি ভালো থেকো। আমি তো তোমার কাছে আগে যায়নি, তুমিই তো আমাকে আগেই ভালবাসছো। আমি বুঝতে পারিনি তোমার অভিনয়। সুখে থেকো। সারাটা জীবন অনেক ভালো থেকো, এটাই চাই। আমি বুঝতে পারিনি, তুমি আমার সঙ্গে কেনো এমন করলা। কি ক্ষতি করেছিলাম তোমার এমন জানি না। আমি জীবন দিয়ে তোমাকে ভালোবাসছিলাম। দেহ দিয়ে নয়। তুমি শুধু আমার দেহটাই বেছে নিয়েছিলে। আমি তো তোমায় সরল মনে ভালোবেসেছিলাম।’

নিহত পপি ময়মনসিংহ নগরীর মুমিনুন্নেসা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া গ্রামের তহুর উদ্দিনের মেয়ে। তার সঙ্গে প্রতিবেশী মোনায়েম মিয়া নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মোনায়েম একই গ্রামের মুক্তিযোদ্ধা আমীর আলীর ছেলে।

তরুণীর স্বজনরা জানান, গত কয়েকদিন আগে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। মেয়েটি বিয়ের দাবি জানায়। পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশও বসে। এতে ৫ লাখ টাকা বিষয়টি মীমাংসার জন্য প্রস্তাব দেয়া হয় মেয়েটির পরিবারকে। কিন্তু মেয়েটি তাতে রাজি হয়নি। ওই অবস্থায় রোববার আত্মহত্যা করেন।

ঘটনার পর থেকে মোনায়েমের পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তরুণীর বাবা তহুর উদ্দিন বলেন, আমি আমার মেয়েকে হারিয়েছি। আমার মেয়ের সঙ্গে যে এমন কাজ করলো তার কঠিন শাস্তি চাই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া বলেন, প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে রাজি না হওয়ায় ওই তরুণী আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলার দায়ের করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version