Site icon Jamuna Television

বোরখা না পরা মেয়েরা খোলা তরমুজের মতো!

যারা বোরখা না পরে শুধু স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখে, তারা দেখতে খোলা তরমুজের মতো। ছাত্রীদের পোশাক নিয়ে এমন মন্তব্য করেছে ভারতের কেরালার এক অধ্যাপক। এ ঘটনায় গতকাল সোমবার কলেজ অধ্যাপকের এই মন্তব্যের প্রতিবাদে একাধিক জায়গায় বিক্ষোভ হয়।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কেরালার কোঝিকোড়ের ফারুক ট্রেনিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জহ্বোর মুনাভির টি সেখানকার ছাত্রীদের পোশাক নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, এখানকার ছাত্রীরা ৮০ শতাংশই মুসলিম, কিন্তু কেউই ইসলাম ধর্ম মেনে পোশাক পরছেন না। বোরখা না পরে, মূলত স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখছেন। যার ফলে বক্ষ উন্মুক্তই থাকছে, দেখে মনে হচ্ছে খোলা তরমুজ। পাও সঠিকভাবে ঢাকা না দিয়ে, লেগিংস পরে ঘুরে বেড়াচ্ছে ছাত্রীরা। লেগিংস পরার ফলে পা দেখা যাচ্ছে।

এদিকে এ মন্তব্যের প্রতিবাদে তরমুজ হাতে নিয়ে মিছিল করে ছাত্রীরা। অধ্যাপকের এমন অসম্মানজনক মন্তব্যের জন্য শাস্তি দাবি করে তার। ছাত্রীদের মিছিলে পুলিশ বাধা দিলে কলেজের সমানেই তরমুজ ভেঙে প্রতিবাদ করে তারা।

Exit mobile version