Site icon Jamuna Television

সস্ত্রীক দুবাই ‌এক্সপোতে ঘুরছেন লিটন দাস

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপেের সপ্তম আসরে চূড়ান্ত ব্যর্থ হয় বাংলাদেশ। গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে উঠলেও সেখানে জিততে পারেনি একটি ম্যাচও।

তাই গ্রুপপর্বেই শেষ হয় দলটির বিশ্বকাপ অভিযান। এরপর গত শুক্রবারই (৫ নভেম্বর) দেশে ফিরে আসে বাংলাদেশর খেলোয়াড়দের একটি বহর। তবে সেই বহরে আসেননি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।

এ চার ক্রিকেটার পরিবারের সঙ্গে দুবাইয়ে কয়েকদিন ছুটি কাটাবেন। তবে পাকিস্তান সিরিজের আগেই দেশে ফিরবেন তারা।

বিশ্বকাপে বাজে পারফরমেন্স ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ মিস করে সমর্থকদের ব্যাপক তোপের মুখে পড়েন লিটন। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন লিটন দাসের স্ত্রীও।

সম্প্রতি দুবাই এক্সপোতে লিটন ও তার স্ত্রী সঞ্চিতার ঘোরার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে দেখা দিয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকে বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও এ নিয়ে নিজেদের ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।

Exit mobile version