তলিয়ে যাচ্ছে দেশ, জলবায়ু সম্মেলনে হাঁটু পানিতে নেমে বার্তা পাঠালেন মন্ত্রী

|

ছবি: সংগৃহীত।

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের স্তর। ফলে নিচু অঞ্চলগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। এরই ভয়াবহতার অন্যতম ভুক্তভোগী দ্বীপরাষ্ট্র টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে ভিডিও বার্তা পাঠিয়েছেন গ্লাসকোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৯ নভেম্বর) বার্তাটি প্রদর্শন করা হবে সম্মেলনে। তবে এরই মধ্যে এর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে রীতিমতো স্যুট-টাই পরে হাঁটু পানিতে নেমে বক্তব্য দিতে দেখা যায় সাইমনকে। পানির মধ্যেই বসানো হয় মঞ্চ। হাঁটু পর্যন্ত গুটিয়ে রাখা হয় প্যান্ট।

ভাইরাল হওয়া এই ভিডিওর ব্যপারে মন্ত্রী সাইমন বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে টুভালু যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা বিশ্বের কাছে তুলে ধরার জন্যই এভাবে বার্তা দেয়া হয়েছে। ফুনাফুতির প্রধান দ্বীপ ফোনগাফালের শেষ প্রান্তে সরকারি সম্প্রচারমাধ্যম টিভিবিসি ধারণ করেছে ভিডিওটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply