Site icon Jamuna Television

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা কারাগারে মো. শামীম মন্ডল (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শামীম রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে। শামীম মন্ডল হত্যা মামলার আসামি হয়ে ২০১৫ সালের মে মাস থেকে রাজবাড়ী কারাগারে বন্দি ছিল। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, রোববার রাত ৭টার দিকে ওই হাজতির বুকে ব্যথা শুরু হলে তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজবাড়ী সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করার পর অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহমান জানান, ওই ব্যক্তি ডায়াবেটিকসসহ নানা রোগে ভুগছিলেন।

ইউএইচ/

Exit mobile version