সরকার সব খেয়ে ফেলেছে, আছে শুধু খোসা: নুর

|

ছবি: সংগৃহীত

সরকার সব খেয়ে ফেলেছে, আছে শুধু খোসা। এখন তারা বিভিন্ন ইস্যু তৈরি করে ক্ষমতায় থাকতে চায় বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

সোমবার (৮) নভেম্বর প্রেসক্লাবে তেল-গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

এ সময় নুর বলেন, জনগণকে বিভাজিত করতে চায় সরকার, যেটা শুরু হয়েছে ৭২ সালে ভারতের প্ররোচনায়। আপনারা সরকারের নাটক দেখেন, তেলের দাম বাড়িয়েছে তারপর পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘটে নামিয়ে দিয়েছে।

নুর আরও বলেন, পরিবহন নেতারা কারা? সব সরকারের লোক। সরকার জনগণকে প্রশমিত করার জন্য ধর্মঘটের নামে নাটক করিয়েছেন। তেলের দাম বেড়েছে ২৩%। ২৭% বাড়িয়েছে বাস ভাড়া। কেনো বাড়তি ভাড়া দিতে হবে জনগণকে?

কুমিল্লার ঘটনাসহ সাম্প্রদায়িক ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নীরব থেকে সমর্থন দিয়েছে জানিয়ে নুর বলেন, আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই। কোনো জজমিয়া নাটক করলে কারও জন্য ভালো হবে না।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুর বলেন, এখন তো বিরোধীরা মাঠে নেই। নিজেরা নিজের মারামারি করছেন। এভাবেই একদিন তাদের পতন হবে। এই জনবিচ্ছিন্ন সরকার যতোদিন থাকবে ততোদিন জনভোগান্তি থাকবে। তেল গ্যাসের দাম কমাতে হবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply