
ছবি: সংগৃহীত।
পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই খ্যাত। ফের তিনি বিতর্কে জড়ালেন। বিজেপির অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি এক প্রশ্নের উত্তরে বলেন, রামকৃষ্ণদেব সব চেয়ে বড় অশিক্ষিত। অথচ তার বাণী নিয়েই সমাজ এগিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও তার করা মন্তব্যে হুলুস্থুল পড়ে গেছে পশ্চিমবঙ্গে। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও তো বেশি দূর পড়াশোনা করেননি। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। এটাই ভারতের সংস্কৃতি।
রোববার (৭ অক্টোবর) দিলীপ সংবাদমাধ্যমকে বলেন, কে ক’টা বই পড়েছেন, কার ক’টা ডিগ্রি আছে, আমাদের দেশে এটা কেউ ভাবেননি। সবচেয়ে বড় অশিক্ষিত তো রামকৃষ্ণ দেব ছিলেন। অথচ সবার বাড়িতে তার বই রয়েছে। তার বাণী নিয়েই এগিয়েছে সমাজ।
তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথও খুব বেশি দূর লেখাপড়া করেননি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র। এটা ভারতের সংস্কৃতি। যারা দেশকে চিনতে পারেন না, সেটা তাদের দায়’। তার এই বক্তব্য নিয়ে পাল্টা ক্ষোভ তৃণমূলের।
এটা নিয়ে কটাক্ষ করে এক নেতা টুইটারে লিখেছেন, হা ঈশ্বর! বাঙালি হিন্দু পরিবারে জন্মে অবতারবরিষ্ঠ ঠাকুর রামকৃষ্ণ আর বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে এ-ও শুনতে হলো?



Leave a reply