Site icon Jamuna Television

বাংলাদেশ সফরে আসবেন না হাফিজ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে চূড়ান্ত ব্যর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। আর আসরটিতে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান দল। গ্রুপপর্বের সবকয়টি ম্যাচ জিতে সবার আগেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। দলের এমন ফর্মে দারুণ অবদান মোহাম্মদ হাফিজের।

নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে রান না পেলেও স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ত্রিশোর্ধ রানের ঝড়ো ইনিংস আছে ৪১ বছর বয়সী এই তারকার।

বিশ্বকাপের পরই পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে। যেখানে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দল দুটি। কিন্তু পাকিস্তান দলের সাথে এই সফরে আসবেন না অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। দেশের তরুণদের বেশি বেশি সুযোগ দিতেই আসছেন না তিনি। হাফিজের জায়গায় খেলতে পারেন ইফতিখার আহমেদ।

চলতি মাসের ১৪ তারিখে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর পরদিনই বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। ১৯ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট।

Exit mobile version