
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে গ্রুপপর্বের একটি ম্যাচ বাকি থাকলেও এরইমধ্যে বিদায় নিয়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত। আসরে তারা চিরপ্রতিদ্বন্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হার ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৮ উইকেটে।
ভারতের এমন বিবর্ণ পারফরমেন্সে দেশটির সমর্থকরা দুষছেন আইপিএলকে। তাছাড়া দেশটির সাবেক ক্রিকেটাররা ছাড়াও পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামও আইপিএলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
এবার একই পথে হাটলেন ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী কোচ কপিল দেবও। ভিরাট বাহিনীর এমন অবস্থার জন্য আইপিএলকে দায়ী করার পাশাপাশি ভবিষ্যতের জন্যও দলটিকে সতর্ক করেছেন কপিল।
ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই অধিনায়কের মতে, আইপিএল এবং বিশ্বকাপের মাঝে বিরতির প্রয়োজন ছিল। এছাড়া চলতি বিশ্বকাপের ভুলগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে তাগিদ দেন কপিল।
বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামিবিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে ভারত। আসর থেকে দুটি দলেরই বিদায় এরইমধ্যে নিশ্চিত হওয়ায় ম্যাচটি পরিণত হয়েছে শুধুই নিয়মরক্ষায়।



Leave a reply