Site icon Jamuna Television

মেক্সিকোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

মেক্সিকোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ২শ’ জনকে।

উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে দুর্গত এলাকায়। একশ’ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় শহর তাবাসকো, ওয়াকসাকা ও চাইপাসে। এর মধ্যে ওয়াকসাকা শহরেই প্রাণ গেছে অন্তত ৪৫ জনের। ভূমিকম্পে গুড়িয়ে গেছে শহরের অনেক ঘরবাড়ি।

বৃহস্পতিবার মধ্যরাতে এ অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক দুই মাত্রার ভূমিকম্প। কম্পনের উৎপত্তিস্থল ছিল দক্ষিণের শহর পিজিজিয়াপানের একশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version