Site icon Jamuna Television

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে বোলিং বেছে নিল ভারত, দেখে নিন একাদশ

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট চার দল এরইধ্যে নির্ধারণ হয়ে গেছে। যেখানে গ্রপ ‘১’ থেকে জায়গা পেয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর গ্রুপ ‘২’ থেকে জায়গা পেয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তাই ভারত ও নামিবিয়ার ম্যাচটি পরিণত হয়েছে শুধুই নিয়মরক্ষায়।

এমন ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয় ভারত। ভারত দলে এনেছে একটি পরিবর্তন। বরুন চক্রবর্তীর জায়গায় দলে এসেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা রাহুল চাহার। আর নামিবিয়া দলে ফিরেছেন জন ফ্রাইলিঙ্ক।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮.০০টায় শুরু হচ্ছে ম্যাচ।

ভারত একাদশ: ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ প্যান্ট, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, রাহুল চাহার, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

নামিবিয়া একাদশ: স্টিফেন বার্ড, মাইকেল ভন লিঙ্গেন, ক্রেইগ উইলিয়ামস, জেরার্ড এরাসমাস, ডেভিড উইসে, জেজে স্মিথ, জেন নিকোল, রুবেন ট্রাম্পলম্যান, জেন গ্রিন, জন ফ্রাইলিঙ্ক, বার্নার্ড স্কোলজ ও লফটি ইটন।

Exit mobile version