Site icon Jamuna Television

টিকা নিতে রাজি না হওয়ায় চাকরি হারানোর ঝুঁকিতে ৬০ হাজার স্বাস্থ্যকর্মী

ছবি: সংগৃহীত।

টিকা দিতে রাজি না হওয়ায় ব্রিটেনে চাকরি হারিয়েছেন লুইসি নামের এক স্বাস্থ্যকর্মী। আর চাকরি হারানোর ঝুঁকিতে আরও ৬০ হাজার কর্মী।

মিরর ইউকের প্রতিবেদনে জানা যায়, ৩৬ বছরের স্বাস্থ্যকর্মী লুইসি আকেস্টার চাকরি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। আবেগঘন এক ভিডিও বার্তায় বলেন, এটা খুবই অনভিপ্রেত। তিনি ব্রিটিশ সরকারকে ‘ব্লাডি গর্ভনমেন্ট’ বলেও অভিহিত করেন।

স্বাস্থ্যকর্মীদের অনেকেই বলছেন, ভবিষ্যতে পার্শ্বপ্রতিক্রিয়া হবে না তা নিশ্চিত না জেনে আমরা টিকা দিতে রাজি নই। 

শীতে কোভিডের বিস্তার না ঘটে সে কারণে ব্রিটেনে আগামী ১১ নভেম্বরের মধ্যে সকল স্বাস্থ্যকর্মীকে অন্তত দুই ডোজ কোভিড টিকা দেয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। টিকা দিতে চাচ্ছেন না এমন ৬০ হাজার কর্মী হয় চাকরি হারাবেন নইলে তাদের পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।

Exit mobile version