Site icon Jamuna Television

দারুণ সূচনার পর ব্যাটিং বিপর্যয়ে নামিবিয়া

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট চার দল এরইমধ্যে নির্ধারিত হয়ে গেছে। এই তালিকায় নেই ভারত কিংবা নামিবিয়া। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার।

এমন ম্যাচে দারুণ সূচনা করলেও ভারতীয় বোলারদের তোপে বিপর্যয়ে পড়েছে নামিবিয়া। টপঅর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে একশ রানের নিচেই অলআউট হওয়ার শঙ্কায় দলটি।

শুরুতে ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকেন নামিবিয়ার দুই ওপেনার স্টিফেন বার্ড ও মাইকেল ভন লিঙ্গেন। তবে পঞ্চম ওভারে দলীয় ৩৩ রানে বুমরাহর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান লিঙ্গেন। পরের ওভারেই কোনো রান না করেই জাদেজার বলে ফেরেন উইলিয়ামস। এরপর দলীয় ৩৯ রানে আরেক ওপেনার বার্ড ২১ রান করে ফিরে গেলে চাপে পড়ে যায় নামিবিয়া। দলের ৪৭ রানের মাথায় আশ্বিনের বলে ফিরে যান লফটি ইটনও। এরপর উইসেকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক এরাসমাস। তবে ১২ রান করে আশ্বিনের শিকার হয়ে ফিরে যান তিনি।

শেষ পর্যন্ত নামিবিয়া দলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৭। ভারতের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিন। বাকি উইকেটটি শিকার করেন জাসপ্রিত বুমরাহ।

Exit mobile version