Site icon Jamuna Television

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতায় তদন্ত কমিটি গঠন করলো বিসিবি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। গ্রুপপর্বে প্রথম ম্যাচেই হারে তুলনামূলক কম শক্তিশালী দল স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে জিতে সুপার টুয়েলভে ওঠে টাইগাররা।

তবে সুপার টুয়েলভে উঠে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাঁচটি ম্যাচ খেললেও জয় পায়নি একটি ম্যাচেও। একশ রানের নিচে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। হাতছাড়া করেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় জেতা ম্যাচ।

বিশ্বকাপে বাংলাদেশ দলের এই ব্যর্থতা তদন্তের জন্য ২ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই কমিটিতে আছেন বিসিবির দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস।

বিশ্বকাপ থেকে বাজে পার্ফমেন্স নিয়ে ফেরা ক্রিকেটার, কোচ ও কর্মকর্তা সবার সাথেই আলাদাভাবে কথা বলবে এই কমিটি। সঠিক তথ্য তুলে আনতে সবধরনের ব্যবস্থা নিতে পারবেন তারা। তবে কবে নাগাদ বোর্ডের কাছে রিপোর্ট জমা দিবে এই কমিটি সেটি উল্লেখ নেই বিসিবির বিজ্ঞপ্তিতে।

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। সফরে দুইটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাবর আজম বাহিনী। সেই সিরিজে বাংলাদেশ দলে এরইমধ্যে মিলছে পরিবর্তনের আভাস।

Exit mobile version