Site icon Jamuna Television

ভারতকে ১৩৩ রানের টার্গেট দিলো নামিবিয়া

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট চার দল এরইমধ্যে নির্ধারিত হয়ে গেছে। এই তালিকায় নেই ভারত কিংবা নামিবিয়া। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার।

এমন সমীকরণের ম্যাচে টস জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক ভিরাট কোহলি। ম্যাচে ভারতের সামনে ১৩২ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় নামিবিয়া।

শুরুতে ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকেন নামিবিয়ার দুই ওপেনার স্টিফেন বার্ড ও মাইকেল ভন লিঙ্গেন। তবে পঞ্চম ওভারে দলীয় ৩৩ রানে বুমরাহর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান লিঙ্গেন। পরের ওভারেই কোনো রান না করেই জাদেজার বলে ফেরেন উইলিয়ামস। এরপর দলীয় ৩৯ রানে আরেক ওপেনার বার্ড ২১ রান করে ফিরে গেলে চাপে পড়ে যায় নামিবিয়া। দলের ৪৭ রানের মাথায় আশ্বিনের বলে ফিরে যান লফটি ইটনও।

এরপর উইসেকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক এরাসমাস। তবে ১২ রান করে আশ্বিনের শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রাখেন ডেভিড উইসে। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করতে সক্ষম হয় নামিবিয়া।

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবিন্দ্র জাদেজা। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। এছাড়া ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন রবিচন্দ্রন আশ্বিনও। বাকি দুইটি উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ।

Exit mobile version