Site icon Jamuna Television

টানা ৬ মাস মহাকাশে থেকে রেকর্ড গড়লেন চীনা নারী

ছবি: সংগৃহীত।

এবার মহাকাশ গবেষণায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এক চীনা নারী নভোচারী। এই প্রথম কোনো নারী মহাকাশে হাঁটলেন। গড়লেন বিশ্ব রেকর্ডও।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, একটানা মহাকাশে ছয় মাসের বেশি সময় অবস্থানের পর সোমবার (৮ নভেম্বর) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন নারীসহ ৪ নভোচারী। চীনা নারী হিসেবে প্রথম মহাকাশে হাঁটলেন ওয়াং ইয়াপিং নামের একজন নভোচারী। মেরামতের কাজে অংশ নিতে চীনের তিয়েনগং মহাকাশ স্টেশনের বাইরে ওয়াং ও তার দলের এক সদস্য ছয় ঘণ্টা সময় কাটান। এ সময় তারা শূন্যে ভেসে ছিলেন। 

সোমবার (৮ নভেম্বর) চায়না ম্যানড স্পেস এজেন্সি এক বিবৃতিতে জানায়, এটি শেনঝউ-১৩’র ওই নভোচারীর জন্য মহাকাশ স্টেশনের বাইরে পা রাখার প্রথম ঘটনা।

রোববার (৭ নভেম্বর) রাতে ৩১ বছর বয়সী ওয়াং ইয়াপিং ও তার সহকর্মী ঝাই ঝিগ্যাং তিয়েনগংয়ের বাইরে পা রাখেন। এ সময় তাদের ক্যামেরার দিকে হাত নাড়াতে দেখা যায়। এরপর তারা দুজন মিলে বেশ কিছু যন্ত্রাংশ স্থাপন করেন। মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ বিবৃতিতে নভোচারীরা জানান মহাকাশ স্টেশনটি জাদুকরী জায়গা। এটা এক অম্ল-মধুর অনুভূতি।

Exit mobile version