Site icon Jamuna Television

খালেদা জিয়ার নতুন আইনজীবী লর্ড কারলাইল

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় তার আইনজীবীদের প্যানেলকে সহযোগিতা দিতে বৃটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফৌজদারি মামলায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সত্তর বছর বয়সী লর্ড কারলাইলের।

কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ লন্ডন-এর চেয়ারম্যান লর্ড কারলাইল। ২৮ বছর খণ্ডকালীন বিচারক হিসেবে ‘হাইকোর্ট অব জাস্টিস’- এ কাজ করেছেন। ছিলেন হাউজ অব কমন্সের সদস্য। ব্রিটেনের টেরোরিজম লেজিসলেশন-এর ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার ছিলেন ৯ বছর। তিনি দেশটির ন্যাশনাল সিকিউরিটিতেও কাজ করেছেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version