Site icon Jamuna Television

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ১৩৮

ছবি: সংগৃহীত।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৩৮ হুথি নিহত হয়েছে। রোববার (৭ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় শহরের মারিবের জুবা ও আল-কাসারাহতে এ ঘটনা ঘটে।

আরব নিউজের প্রতিবেদনে জানা যায়, সৌদি জোট এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ২৯টি বিমান হামলার মাধ্যমে হুথিদের ১৭টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। গত একমাসের বেশি সময় ধরে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। চলমান এই হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

Exit mobile version