Site icon Jamuna Television

এক কেজি ফলের দাম ২০ লক্ষ টাকা

ছবি: সংগৃহীত

এক কেজি ফলের দাম ২০ লক্ষ টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি। জাপানে এই সুস্বাদু ফল পাওয়া যায়।
ফলটির নাম ইউবারি মেলন। তরমুজ গোত্রের এই ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু আকর্ষণীয়। এটিকে বিশ্বের সবচেয়ে দামি ফল বলেও দাবি করা হয়।

এক কেজি এই ফলের যা দাম তা দিয়ে একটি স্বর্ণের গয়না বা জমিও কিনতে পারবেন। তবে এই ফল জাপানে পাওয়া গেলেয় সহজলভ্য নয়।

বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক কেজি ইউবারি মেলনের দাম ২০ লক্ষ টাকা। কোনও ফল বিক্রেতা বা দোকানে সহজেই এই ফল পাওয়া যায় না। ইউবারি মেলন জাপানের এক বিশেষ শ্রেণীর মানুষের কাছে বিক্রি করা হয়।

বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়।

বিজনেস ইনসাইডার এর প্রতিবেদন অনুযায়ী, এই ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। সারা বছর জুড়েই ফলন হয় ইউবারি মেলন এর।

আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ।

Exit mobile version