Site icon Jamuna Television

মায়ের অনুরোধে অর্ধেক ফুসফুস নিয়েই নাচলেন ঐন্দ্রিলা!

ছবি: সংগৃহীত।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মনের জোর বরবারই এক নতুন শিক্ষা দিয়ে যায় সকলকে। যেভাবে তিনি হাসি মুখে ক্যানসারের সাথে লড়াই করে চলেছেন, তা প্রেরণা যোগায় হাজার হাজার মানুষকে।

এবার মায়ের আবদারে নাচলেন ঐন্দ্রিলা। আর সে কথা জানিয়েছেন নিজের লেখায়। নাচের ভিডিওর সাথে দিয়েছেন একটি দীর্ঘ নোট। যাতে উল্লেখ আছে, ছোটবেলা নাচ করতে এতো ভালোবাসতেন যে নাচের জন্য বকা খেতেন। তবে বড় হওয়ার পর নাচের অভ্যাস কমে যায়। তারপর তো শুধু ধারাবাহিকের প্রয়োজনে আর মায়ের আবদারে নাচ করতেন।

আর আজ, ক্যানসারের অস্ত্রোপচার হওয়ার পাঁচ মাস পর ফের মায়ের আবদার রাখতেই নাচ করছেন। পায়ে গ্রিপ কম, তাই নাচ কতটা ভালো হয়েছে নিজেও জানেন না। তবে ভালো হয়েছে মন।

তবে নাচ ভালো বা খারাপ হওয়া নিয়ে ঐন্দ্রিলার মনে যতই সংশয় থাকুক, নেটিজেনরা সকলে তাকে আশীর্বাদ করেছেন। যাতে দ্রুত নিজের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তিনি।

দু’বার ক্যানসার থাবা বসিয়েছে তার শরীরে। ২০১৬ সালে এই মরণ ব্যাধিকে হারিয়ে পা রাখেন টলিউডে। তারপর ২০২০ সালে জানতে পারেন ফের ক্যানসার বাসা বেঁধেছে শরীরে। আর এবার ফুসফুসে। অস্ত্রোপচার করে অর্ধেক ফুসফুসই কেটে বাদ দিতে হয়েছে। এখনও কেমো চলছে, ডিসেম্বর মাস অবধি চলবে।

Exit mobile version