Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় আরও ৫ হাজার মানুষের মৃত্যু

বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫০ লাখ ৭০ হাজারের বেশি। বিবিসির ছবি।

বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সাড়ে ৩ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতি ভাইরাসটি।

দিনটিতে সর্বোচ্চ ১১শ ৯০ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এদিন দেশটিতে শনাক্ত হয়েছে প্রায় ৪০ হাজার রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ইউক্রেনে মারা গেছেন সাড়ে ৪শর বেশি। যুক্তরাষ্ট্রে সোমবার মৃত্যু হয়েছে ৩ শতাধিক মানুষের। ভারতেও বাড়ছে শনাক্ত এবং মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় ভারতে ৩শর বেশি মৃত্যু হয়েছে।

এছাড়া ব্রাজিল, তুরস্ক, ইরান, জার্মানি ও বুলগেরিয়ায় এক থেকে তিন শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫০ লাখ ৭০ হাজারের বেশি।

Exit mobile version